যাব কোনদিকে?
ক্যামনে বাঁধি ঘর?
বধু হলেও তোমরা বলো
আমরা নাকি পর।
বললে তোমার রুপের কথা
নোংরা মোদের মন,
মুখ ফিরিয়ে চললে বলো
আমরা বোকা জন।
করলে তোমায় প্রেম নিবেদন
আমরা বখাটে,
না করিলে তোমরা বলো
নই তো পুরুষ বটে।
আসলে তোমার ঘোর বিপদেে
উদ্দেশিত মানুষ,
না আসিলে বলবে আবার
আমরা যে কাপুরুষ।
বললে তোমার রুপের কথা
নোংরা মোদের মন,
মুখ ফিরিয়ে চললে বলো
আমরা বোকা জন।
করলে তোমায় প্রেম নিবেদন
আমরা বখাটে,
না করিলে তোমরা বলো
নই তো পুরুষ বটে।
আসলে তোমার ঘোর বিপদেে
উদ্দেশিত মানুষ,
না আসিলে বলবে আবার
আমরা যে কাপুরুষ।
কাছে গেলে দূর ছাই ছাই
কেন পিছে ঘুরো?
কেন পিছে ঘুরো?
দূরে গেলে অভিমানে
কান্না শুরু করো।
বেশি ভাল বাসলে বলো
বেশি বাসা ভাল না,
একটু ভাল বাসলে বলো
একটু ভাল বাসলে বলো
ভালই বাসো না।
থাকলে কাছে বউ এর পিছে
অলস আমি বর,
থাকলে দূরে ঘরের বাইরে
পর আসক্ত নর,
ধরলে তোমার মাথা ব্যথা
শুয়ে সারাবেলা,
আমার মাথায় ধরলে ব্যথা
করছি অবহেলা।
ডানে বামে, সামনে পিছে
বাঁধা যে সবদিকে,
পরছি মোরা ঘুঘুর ফাঁদে
যাবো গো কোন দিকে?
{ধন্যবাদ}
থাকলে কাছে বউ এর পিছে
অলস আমি বর,
থাকলে দূরে ঘরের বাইরে
পর আসক্ত নর,
ধরলে তোমার মাথা ব্যথা
শুয়ে সারাবেলা,
আমার মাথায় ধরলে ব্যথা
করছি অবহেলা।
ডানে বামে, সামনে পিছে
বাঁধা যে সবদিকে,
পরছি মোরা ঘুঘুর ফাঁদে
যাবো গো কোন দিকে?
{ধন্যবাদ}
No comments