Header Ads

Header ADS

ইউটিউব যখন ডাক্তার ভিউয়ার তখন রোগী।



আমরা জানি বর্তমান সময়ে ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও সাইট, যেখানে একজন ভিউয়ার তার ডিভাইসে ডাটা থাকা সাপেক্ষে ফ্রিতে ভিডিও দেখতে পারেন। অতীতে একসময় ইউটিউবে শুধু মুভি ও মুভির অংশ বিশেষ দেখা যেত। তখন সারাবিশ্বে এতো সংখ্যক ইউটিউবার ছিলনা, ঠিক যতটা আছে এখন। ইউটিউবে প্রায় সব ধরনের ভিডিও পাওয়া যায়। শুধু www.youtube.com গিয়ে সার্চ বক্সে কাঙ্খিত ভিডিও বাংলায় অথবা েইংরেজিতে কিংবা বাংলিশ (বাংলা শব্দ ইংরেজি অক্ষরে লিখা) এ লিখে সার্চ দিলেই চলে আসবে কাঙ্খিত ভিডিও। বর্তমান সময়ে ইউটিউবে অনেকে বাণিজ্যিকভাবে কাজ করছেন। তৈরী করছে বিভিন্ন রকমের ভিডিও। ইউটিউবে যত রকমের ভিডিও পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে 'Health Tips'। যা সাধারণত ডাক্তারের ভূমিকা পালন করছে। প্রায় সব ধরনের চিকিৎসা সেবার ভিডিও পাওয়া যাচ্ছে। নামে বেনামে তৈরী করছে ভিডিও।অনেকে ডাক্তার না হয়েও তৈরী করছে বিভিন্ন প্রকার হেলথ টিপস। আধুনিক, অত্যাধুনিক  তথ্যের পাশাপশি আছে ভুয়া ও মিথ্যা তথ্যের সমাহার। সনাতন পদ্দতির অনেক পুরনো তথ্য তুলে ধরছেন তারা, যা সাধারণত বর্তমান আধূনিক সময়ের আধুনিক চিকিৎসা সেবার সাথে সাংঘর্ষিক। অনেকেই হয়তোবা বিষয়টি গুরুত্বের সাথে না দেখে খুব সহজ ও অনুকূল ব্যবস্থা হ্ওয়ার দরুন তা ফলো করছে। কিন্তু আধূনিক সেবা ব্যবস্থার সাথে তা সাংঘর্ষিক হ্ওয়ার ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। কিন্তু কি করার। ভিডিও আপলোড তো আর ইউটিউব থামাতে পারবেনা। ইউটিউবের টার্ম ও পলিসির সাথে সাংঘর্ষিক না হলে তারা কখনোই সে ভিডিও ইউটিউব থেকে অপসারণ করবেনা। আমরা যারা ইউটিউব দেখে থাকি, তারা সেই সব ভিডিও দেখে হয়তোবা অনুপ্রাণিত হই সেই পদ্ধতি ফলো করার করতে। কিন্তু আমাদের আরো সচেতন হতে হবে যে, ইউটিউব কে সত্যিকারের ডাক্তার ভাবা যাবেনা আর নিজেরাও ইউটিউব দেখে রোগী হওয়া যাবেনা। এক্ষেত্রে আমরা পেশাদার ডাক্তারদের যে সকল ভিডিও পাবো কেবল সেগুলো থেকে পরামর্শ্ গ্রহন করব।

ধন্যবাদ সম্মানিত পাঠক।

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.