নিরব ভালবাসার করুণ আকুতি
নবাব
একবার আসোনােে গো, দেখি তোমারে
কতদিন দেখিনা তোমার ঐ মুখ
মন চায় বারে বারে দেখি তোমারে
দেখিলে ভুলিব মোর বিরহের দুখ।
করি যে আরাধনা, তুমি ছাড়া আর কেউ না
আসিবে মোর জীবনে আর কোনদিন
এতো কষ্ট দিয়েছো যে,
পারিবনা করিতে শোধ, তোমার ঐ ঋণ।
ভালবাসি ভালবাসি বলো না বারেবার
রাগিলে তখনি দেখি ভালবাসার হাহাকার
কেন বলো ভালবাসি, আবেগে ভরা কথা।
তুমি কি জানো সখি, কারো মনে লাগে ব্যথা?
কেনই বা জানিবে তুমি প্রয়োজন তো নেই তোমার
ভাল তো আমি বাসি, কোন মায়া নেই তোমার।
কেন এসেছিলে মোর দু-চোখের স্বপ্ন হয়ে?
কেন চলে যেতে চাও, সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে?
যাও চলে যাও তুমি, কেনই বা পিছনে তাকাও
প্রয়োজন নেই তোমার, যেন একটু থমকে দাঁড়াও।
একা, চলব শুধু একা, হবেনা তোমাের দেখা
তোমারই পরশে আমার, একা থাকা হলো শেখা।
এভাবেই স্বপ্ন আসে, এভাবেই ভেঙ্গে যায়
জীবনের পথচলা এভাবেই থেমে যায়।
ভাঙ্গা মন, ভাঙ্গা কথা, ছোট ছোট দুঃখ কথা
চলে আর চলবে সখি, আজীবনই একা একা।
চলবে নিরবধি...................
ভালবাসি ভালবাসি বলো না বারেবার
রাগিলে তখনি দেখি ভালবাসার হাহাকার
কেন বলো ভালবাসি, আবেগে ভরা কথা।
তুমি কি জানো সখি, কারো মনে লাগে ব্যথা?
কেনই বা জানিবে তুমি প্রয়োজন তো নেই তোমার
ভাল তো আমি বাসি, কোন মায়া নেই তোমার।
কেন এসেছিলে মোর দু-চোখের স্বপ্ন হয়ে?
কেন চলে যেতে চাও, সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে?
যাও চলে যাও তুমি, কেনই বা পিছনে তাকাও
প্রয়োজন নেই তোমার, যেন একটু থমকে দাঁড়াও।
একা, চলব শুধু একা, হবেনা তোমাের দেখা
তোমারই পরশে আমার, একা থাকা হলো শেখা।
এভাবেই স্বপ্ন আসে, এভাবেই ভেঙ্গে যায়
জীবনের পথচলা এভাবেই থেমে যায়।
ভাঙ্গা মন, ভাঙ্গা কথা, ছোট ছোট দুঃখ কথা
চলে আর চলবে সখি, আজীবনই একা একা।
চলবে নিরবধি...................
No comments