নতুনের ফুলঝুড়ি
নতুনের ফুলঝুড়ি
নবাব
মনে পরে কি তোমার ছোটবেলার ঐ দিনগুলো?
যখন আমরা সবাই প্রতিটা বিকেলে আনন্দে মেতে উঠতাম।
মনে পরে কি তোমার, কি ছিল সেই আনন্দের উপলক্ষ্য?
শুধু নিজের জন্য নয়, সবার জন্য ছিল সেই আহ্লাদ।
সকালে, ঘুম থেকে উঠতে হতো, এখনো উঠতে হয়।
ব্রাশ করো, মসজিদে যাও, ফজরের নামাজ ধরো
আর এখন, মোবাইলটা ধরো,
দেখো, কোন ইমো নোটিফিকেশন কিংবা মেসেঞ্জার, আসছে কি?
দেখো, কোন ইমো নোটিফিকেশন কিংবা মেসেঞ্জার, আসছে কি?
সকালের প্রাকৃতিক দৃশ্য, মনটা করে প্রফুল্ল আর দেহ করে চাঙ্গা।
টেক্সট মেসেজে এখন ভোরে, মন হয়ে যায় ভাঙ্গা।
কোন গার্লফ্রেন্ড কিংবা প্রেমিকের পাঠানো স্যাড নিউজ!
বাড়তো চোখের জ্যোতি, সবুজের দৃশ্যে আর কোরআনের আলোয়
চোখ যায় আর মাথা ঘোরে এখন স্ক্রীনের জ্বালায়।
সকালের পড়া, গোসল আর নাস্তা, সাথে স্কুলে যাবার তাড়া
মা বলতো তারাতাড়ি কর বাবা, তোর বাবা যে আছে দাঁড়া।
এখন আর বলেনা সে কথা, মা বলে মোবাইলটা এখন ছাড়,
খেয়ে দেয়ে নি, নইলে এখন ভেঙ্গে দিব তোর ঘাড়।
বাছা, বলো কি মা, এখন আমার গেমের টার্নিং পয়েন্ট, কেন ডিস্টার্ব করছো?
এই চালটা মিস হলে মা, আমি যে হেরে যাব।
হার কিংবা জিত্,কাকে বলে জানেনা মা, মা যে আগের প্রজন্ম
এখন যে যুগ এসেছে গো মা, তুমি মূর্খের মাঝে গণ্য।
স্কুলে গিয়ে, পড়ো সোনমনি, গুরুজনের কথা মনে
ধন্য হবে সেজনই, যেজন গুরুর কথা মানে।
এখন কি হবে মা, ওস্তাদ বলে কথা,
মন নেই পড়ায়, গুরু বলে যায়, মোবাইলে মাথা ব্যথা।
কিসের পড়া বইয়র পাতায়, পড়া তো সব ফেসবুকে,
ব্রেইন করে ওয়াশ, টেক্সট ফসফস, মোবাইলে মাথা ঠুকে
না, আর হবেনা। চলো বাড়ি যাই।
কি করবো, প্রেমিক দিছে ছ্যাকা, ঘুমিয়ে সময় কাটাই।
তখন, চলো চলো, স্কুল ছুটি, চলো বাড়ি যাই সবাই
মা, ওগো মা, কিছু খেতে দাও, মরছি যে গো ক্ষুধায়
ওগো বাছা, টিউবওয়েলের পাড়ে গিয়ে তুই, ফ্রেশ হয়ে আয়
আমি তোর খাবারের বন্দোবস্ত করে রাখছি তুই আয় খেতে আয়।
মা, ওগো মা, আমি খেলতে যাব, এখন যে বিকেল।
তারাতাড়ি ফিরবি যে তুই, চিন্তায় মাথা করবেনা ফেল।
ভেবে পায় কুল, ভেঙ্গে যায় ভুল, করে সব খেলাধূলা
মাথায় নেই সব ভূয়া জ্বালাতন, বাকি সব যে তুলা।
সব আউটডোর, নয় ইনডোর, বাড়ে যে মনের জোর
মোবাইল গেমে থেমে থেমে খেলে মন হয়ে যায় ব্যোর।
চোখ যায়, মাথা যায়, লাভ হয়না কিছু
দুদিন পরেই পাগল হয়ে, নেয় মাদকের পিছু।
আমরা সবাই ফিরে পেতে চাই অতীতের কলোধ্বনি
মোবাইল নয়, আউটডোরে, জীবনের জয়ধ্বনি।
হাডুডু খেলার টিকটিক আর বুড়ি-ছি, গোল্লাছুট,
প্রতিটা বিকেল ফিরে আসুক, আসুক ছক্কা পুট,
নতুন পেয়ে ভুলে না যােই, পুরাতনের অবদান
নতুন পুরানের সংমিশ্রণে বাড়বে জীবনের মান।
No comments